জীবনের সময় অপচয়ের মুল ১২ টি বিষয়ঃ
১★অনুপ্রেরণার জন্য অপেক্ষা করাঃ আমরা ততক্ষন কাজ শুরু করিনা যতক্ষন না আমরা অনুপ্রানিত হই।আপনি কাউকে বাইক বা সাইকেল চালাইতে দেখে অনুপ্রানিত হন আর অবাক হোন,কিন্তু নিজে চেষ্টা করেন না,আপনি জীবনেও পারবেন না ব্রো।চেষ্টা করার পর যদি আপনি তাদের দেখেন বা ফলো করেন তো অনেক কিছু দেখেই শিখে যাবেন।এটা মোটেও ঠিক নয়,আগে কাজ টা শুরু করে দিন। দেখবেন অনুপ্রেরণা নিজ থেকেও আসবে অন্যদের থেকেও পাবেন।
২★নিজে সব কিছু করার চেষ্টা করাঃএটা কিছু ক্ষেত্রে ঠিক আছে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা ভুল,রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেলে নিজেই ঠিক করতে লেগে পরেন? একটু চেষ্টা করেন তারপর মেকানিক ডেকে আনেন।আমরা চাইলেই সব একা করতে পারিনা এটা মনে রাখতে হবে।যা পারি সেটা ভালো করে করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি যা আমার দারা সম্ভব না সেটা অন্যকে দিয়ে করানোই ভালো।কেননা আপনি সে কাজ ভালোভাবে করতে গেলে অনেক সময় আপনার অপচয় হয়ে যাবে,সেই সময়টা আপনার কাজকে ক্ষতিগ্রস্ত করবে।
৩★লোকে কি বলবেঃলোকে কি ভাববে সেটা যদি আমি,আমরা ভাবি তাহলে লোকে কি ভাব্বে?অন্যের কথা ভেবে সময় নষ্ট না করে নিজের কাজে সময় দেয়া উচিৎ। আপনি যত ভালো কিছুই করতে যান না কেনো লোকে তাতে নেগেটিভিটি ছড়াবেই।আপনার লক্ষ হবে এক্টাই,সময়ের কাজ সময়ে শেষ করা চাই পাছে লোকে যা ইচ্ছে বলুক তাইআমি কি লোকের টা খাই?
৪★লাইফ ব্যালেন্সঃ দিনরাত কাজ করতে থাকলেই যে কাজে পারদর্শী হবেন এমন নয়,বরং রিফ্রেশমেন্ট অনেক উপকারি আপনার কাজকে আরও সুন্দর করতে।কাজে ব্রেক দিন আবার কাজ করুন তাতে কাজের মান আরও উন্নত হবে।জীবনে শুধু কাজ করে গেলেই হবে জীবনকে উপভোগ ও করতে শিখুন,পরিবারকে সময় দিন,বন্ধু বান্ধবের সাথেও আড্ডা দিন,এতে মন মেজাজ ফুরফুরে হবে কাজে গতি আসবে,সুস্থ দেহ সতেজ মন আপনার কাজে প্রান এনে দিবে।
৫★হেরে যাওয়ার ভয়ঃকোন কাজ শুরুর আগেই যদি ভাবেন যদি হেরে যাই,যদি না জিততে পারি কি হবে।আপনি কোন প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করেন তাহলে হয়ত জিতবেন নাহয় হারবেন,আর যদি অংশগ্রহণ নাই করেন? এমনেই হেরে বসে থাকবেন।কি করবেন আপনার ইচ্ছে,চেষ্টা করে হারবেন নাকি চেষ্টা ছাড়াই হার মেনে নিবেন? হারুন জিতুন সমস্যা নেই প্লিজ খেলতে তো নামুন।
৬★অজুহাতঃ সফল মানুষদের দুইটা হাত আর আমাদের তিনটা,৩য় নাম্বার হলো অজুহাত। যখনি কিছু করতে যাব এ হাত আমাদের সামনে হাজারো অভিযোগ নিয়ে আসবে,তুমিও সফল হতে পারতে,কিন্তু তোমার ভাগ্য ভালোনা,তুমি মেধাবী নও,তোমার বাপের টাকা পয়সা নাই,তোমার সমাজ ভালো না,দেশ ভালোনা,দেশের সিস্টেম ভালোনা এমন হাজারো অভিযোগ করে আমাকে বন্দি করে রাখে।যদি সম্ভব হয় এটা করুন,এই অজুহাতকে ভেংগে নিজেকে বলুন আমি কি করতে পারি চল দেখাই,এটা বলে শুরু করুন প্রথমে নাহয় হারুন,কিন্তু পরের বার ঠিকই জিতে যাবেন।
7★অপরিপুর্ণ কাজঃ আমরা অনেক সময় কাজ শেষ করার আগেই ছেড়ে দেই এটা পরের কাজের উপর চাপ বাড়ায়।ধরেন আপনি একটা সিনেমা দেখছিলেন মাঝ পথে অন্য একটা কাজ শুরু করলেন আপনার মন কখনো সেই সিনেমায় চলে যাবে আবার কখনো এই কাজে,এভাবে কাজ করলে অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব নয়। যেটাই করুন তা শেষ করে অন্য কাজে হাত দিন।
৮★সবাইকে খুশি রাখার চেষ্টা করাঃএই দুনিয়ায় ৭শ কোটি লোক,এদের কজন কে আপনি খুশি রাখতে পারবেন? আপনার সেরা টা দিয়ে হলেও বড় জোর, ১০০/২০০/২ হাজার মানলাম ২ কোটি লোককে আপনি খুশি করতে পারবেন,কিন্তু বাকি থাকবে ৬৯৮ কোটি।আপনি অন্যদের খুশি করতে না করছি না,অন্যের ভালো অবশ্যই করবেন তবে নিজের বারোটা বাজিয়ে নয়।৭০০ কোটি মানুষ কে খুশি করার আগে নিজেকে খুশি করুন,তাহলেই অন্যদের খুশি করা সম্ভব হবে আপ্নার জন্য।যে নিজেই অসুখি সে অন্যকে কিভাবে সুখি করবে?যার নিজেরই কিছু নাই সে কিভাবে অন্যকে সাহায্য করবে?
9★অন্যের সাথে তুলনা করাঃ এই গুন বা বেগুন যাই কন এটা আসলে আমরা জন্ম থেকেই দেখে শুনে নিজেদের মগজে ঢুকাই ফেলছি,জন্মের পর থেকে শুরু হয় তুলনা,অমুকের ছেলে টা কত্ত ভালো আর আমাদের টা কালো,অন্যের সন্তান পড়াশুনোয় ভালো আমাদের টা পাজির হাড্ডি,অমুক আমার সম বয়সি অথচ ইনকাম আমার চেয়ে ১০ গুন,অমুকের চেয়ে আমার এই জিনিস টা কম।তাই আমি পারিনাই,অমুকের ভাগ্য ভালো আমার খারাপ তাই হচ্ছেনা।এগুলো ছাড়তে হবে ব্রো।তুলনা করতে হলে নিজের সাথে করুন,নিজের সাথেই প্রতিযোগিতা করুন।
১০★একই ভুল বার বার করাঃমানুষ মাত্রই ভুল করবে এটাই সাভাবিক,কিন্ত যদি কেউ একই ভুল বার বার করে সে কি?অমানুষ? না ভাই লুজার মানুষ,যাদের আসেনা কভু হুশ।ভুল করুন তা থেকে শিক্ষা নিন,এগিয়ে যান।বার বার একই ভুল করে বসে থাকলে আর আগানো হবেনা কোনদিন। কোন সচেতন মানুষ কি একই ভুল বার বার করবে? মোটেও না। সিরিয়াস হোন,আগের ভুলগুলো দেখে শিক্ষা গ্রহন করুন।
১১★সু সময়ের জন্য অপেক্ষা করাঃ আমি কেবল মাস্টার্স পড়ছি এখনি বিজনেস শুরু করব? না আগে পড়াশোনা শেষ করি তারপর দেখা যাবে,আগে একটু সোজা হয়ে নেই তারপর এই কাজ টা শুরু করব,আগে কিছু টাকা পয়সা হোক তারপর করব,পারিবারিক ঝামেলায় দিন যাচ্ছে এগুলো কাটুক তারপর কিছু করার চেষ্টা করব। আসলে জীবনে সবুজ বাত্তি কখনো আসেনা,সবুজ বাতির আশা ছেড়ে কাজে নেমে পরেন।সময় হোক দেখা যাবে এই কথাটা একদম ছাড়তে হবে আমাদের।
১২★কোন কাজটা বেশি জরুরিঃধরেন আপনি আজকে যে কাজ গুলো করবেন তার একটা লিষ্ট করে রেখেছেন গত কাল,কিন্তু আজ সবগুলো করতে পারবেন না মনে হচ্ছে,তো কোনটা করবেন আর কোনটা রেখে দিবেন এটা ভেবেই অনেক সময় চল যায়,তাই খুব জরুরী গুলো আগে লিখে রাখুন,যেগুলো পরে করলেও ক্ষতি নেই সেগুলো পরে লিখুন,অতি প্রয়োজনীয় কাজ শেষে সময় পেলে সেরে ফেলবেন না পেলে আগামিকাল করবেন।
হাসান সরকার ছালেহীন
ফেইসবুক প্রোফাইল
https://www.facebook.com/Hasansalehinbd
ফেইসবুক পেইজ
https://www.facebook.com/AuKrittim
ইউটিউব
https://www.youtube.com/channel/UCxdwwprO3vWrPMkO0zGB59A
