সফল ব্যাক্তিদের কমন ১০টি অভ্যাসঃ
১।সঠিক সময়ে সঠিক প্রশ্ন করাঃসেটা হতে পারে নিজেকে বা অন্যকে,উনারা সব সময় নিজের কাজ সম্পর্কে সঠিক প্রশ্ন করে তার উত্তর কালেক্ট করেন।অন্যদের থেকেও ঠিক তাই করেন সঠিক তথ্য জেনে নেন।
২।গুরুত্বঃ কোন কাজকে বেশি গুরুত্ব দিতে হবে তা ঠিক করে নেন আগে ভাগেই,আমরা অনেক সময় কোনটা রেখে কোন কাজ টা করব ভেবে চুপচাপ বসে থাকি কোন কাজই সেসময় ভালো ভাবে করা হয়না।
৩।দায়িত্বঃ সমস্যায় পরলে আমরা ডিপ্রেশনে ঝিমাই,আর সফল ব্যাক্তিরা সমস্যার সমাধান খুজে বের করেন এবং তার সলিশন নিজে করার চেষ্টা করেন।।আপনার ঘরের চালা থেকে পানি পরছে,আপনি চোখের পানি,রাগ অভিমান,অভিযোগ করে কি তার সমাধান করতে পারবেন? আমরা এমনই করি।
৪।ঝুকিঃ নো রিস্ক নো গেইন এই বাক্যে পুরোপুরি ভরসা রাখেন উনারা।তারা সময় শ্রম অর্থ সব বাজি রেখে আপন মনে কাজ করে যান।আর আমরা কি করি তার উল্টো আচ্ছা মেনে নিলাম যে ২ লাখ টাকা ইনভেস্ট করব,কিন্ত আমার ইনকাম কত হবে? কবে থেকে হবে? এসব প্রশ্ন করে যখন উত্তর আসে সেটা সময়ের উপর নির্ভর করবে,কাজের উপর নির্ভর করবে,আমরা হাল ছেড়ে দিয়ে ১৫-২০ হাজার টাকা মাসিক বেতনের চাকরি খুজতে শুরু করি।
৫।সঠিক লোকেদের সঙ্গ দেয়াঃ শাহরুখ খান যখন তার বন্ধু বেনি থমাস কে বলেছিলেন,দোস্ত আমি মুম্বাই গিয়ে অভিনেতা হতে চাই,সে বলেছিল,আরেহ এসব ছারতো কে দেখবে তোর অভিনয়? অথচ দেখুন আজ কে না দেখে তার অভিনয়? আমাদের সবার লাইফেই এরকম হাজারো বন্ধু বান্ধব আত্নীয় আছে যারা আপনাকে পিছিয়ে দিবে তাদের সঙ্গ ছাড়ুন।যারা নেগিটিভিটি ছড়ায় তাদের এড়িয়ে চলুন।
৬।পজেটিভ থিংকিংঃ শত বাধা বিপত্তিতেও সফল ব্যাক্তিরা পজেটিভ চিন্তা করেন।তাদের মতে পজেটিভ চিন্তা ও কাজ করলে পজেটিভ রেজাল্ট পাওয়া যায়।আর আমাদের চিন্তা হলো আগে নেগেটিভ, ব্যবসা শুরু করার আগেই ভাবি যদি লস হয়,যদি গ্রাহক না পাই,যদি অমুক হয় যদি তমুক হয়।
৭।স্মার্ট ওয়ার্কঃ সফল ব্যাক্তিরা স্মার্ট ওয়ার্কে বিলিভ করে আর আমরা হার্ডওয়ার্কে।আমাদের চিন্তা ধারা কাজ কাম হলো এনালগ সিস্টেমের তাদের সব ডিজিটাল সিস্টেমে চলে।আমরা ভাবি এখন কি করব তারা গতকাল ভেবে রেখেছেন এখন তা করছেন।
৮। শারিরিক ব্যায়াম ও মেডিটেশনঃ এটা সকল সফল ব্যাক্তিরাই করে থাকেন,কিন্তু আমরা ভাবি এসব আমাদের জন্য নয়,আসলে কি তাই?আমরা ভাবি তারা এত শক্তি,মনবল কই পায়? অথচ এগুলো আমাদের জন্য নয় ভেবে এড়িয়ে যাই।
৯। নো গোলস নো প্রগ্রেসঃ আপনার রকেটের পিছনে আগুন লাগাইলেন সে রকেট উড়ে চলল,কিন্তু সেটার গন্তব্য কোথায় আপনি জানেন না!কি হবে? সময় নষ্ট, ফুয়েল নষ্ট,অবশেষে রকেট ক্র্যাশড হয়ে অমুক সাগরে ভূপাতিত। কই যাবেন তা আগে শিওর হোন,তারপর আগুন লাগান
১০। শিক্ষার আগ্রহঃ প্রতিটি বিখ্যাত লোকদের স্বভাবে খেয়াল করুন দেখুন তাদের মধ্যে এই গুন বা অভ্যাস রয়েছে।আর আমাদের? ধুরো আর কত পড়ব? আর ভাল্লাগেনা।অনেক পড়েছি কি ঘন্টা মিলেছে পড়ে? সিলেবাসের বই তে বাস্তবতার ঘন্টা কখনো মিলবে না ব্রোসিলেবাসের বাইরে আসুন অনেক ঘন্টা মিলবে ইনশাআল্লাহ।
হাসান সরকার ছালেহীন
