অনলাইন উদ্যোক্তাদের অনুপ্রেরণার নাম মুসাফির জসীম

প্রকৃতির রাণী খাগড়াছড়ি জেলার সন্তান আমি মুসাফির জসীম নাম আমার বাবা একজন কৃষক নাম আব্দুর রশিদ আমার বয়স 23 পরিবারের 2য় সন্তান, আমি একজন শারীরিক প্রতিবন্ধী ।
জন্মস্থান, জেলা খাগড়াছড়ি দিঘীনালা উপজেলার 1নং মেরুং ইউনিয়ন 4 নং ওয়ার্ডে বাঁচা মেরুং এলাকায় ।
আমার জন্ম পড়াশুনা, 7ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে অসুস্থ হয়ে যাওয়াতে আর পড়াশোনা শেষ করতে পারিনি বর্তমান অবস্থান: এখন পড়াশোনা অফ, চলাফেরা ও কষ্ট আমার ব্যবসার শুরু টা এতোটা কঠিন ও ছিল না অনেক টা সহজেই ছিল। আমি তো অসুস্থতার জন্য সারাদিন বসে ই থাকতাম তাই এক আপুর অনুপ্রেরণায় ব্যবসাটা শুরু করছিলাম সেই থেকেই শুরু।
আমি সকল প্রতিবন্ধকতা জয় করে কিছু করার প্রচেষ্টা থেকে ই শুরু করছিলাম শাড়ি, খাদি পাঞ্জাবি, থ্রি পিস, উলের শাল, খাঁটি ঘি,ড্রাই ফ্রুটস, লোগো ডিজাইন নিয়ে মূলত আমার কাজ দেশীয় পণ্য র প্রতি বুকে ভালোবাসা ধারন করে এগিয়ে যেতে চাই আমার কাজ নিয়ে। যখন আমি ঘরে বসে বসে হাঁফিয়ে উঠি, কিছু করতাম না খুব ই খারাপ লাগতো, নিজের খরচের জন্য ও বাবার কাছে হাত পাততে হতো ।
১৮ ই অক্টোবর ২০২০ যখন এক ভাই women and e-commerce forum (we) জয়েন করে দেয় তখন উইতে জয়েন হয়ে দেখি দেশীয় পণ্য র জয়জয়কার ধ্বনি। দেশের টাকা দেশে ই রাখছে দেশীয় পণ্য র উদ্দোক্তারা দেশীয় পণ্য র ভালোবাসা থেকেই আমি দেশীয় পোশাক নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেই আমার ব্যবসার শুরুটা অনলাইন ছিল কেন্দ্রিক ই আগামী তে অফলাইনে ও বড় করার চিন্তা আছে ইনশাআল্লাহ কাজ করতে গিয়ে আমি কখনো বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়নি বরং সবার থেকে অনুপ্রেরণা পেয়েছি সবাই আমাকে সাহস যুগিয়েছে।
আমি প্রতিবন্ধকতা জয় করে কিছু করার চেষ্টা করছি দেখে সবাই আমাকে নিজেদের অনুপ্রেরণা ভাবে নতুন উদ্যোক্তা যারা এই পেশায় আসতে চায় একজন উদ্দোক্তা হতে চায় তাদের প্রতি আমার এই পরামর্শই থাকবে যদি আপনি কিছু করতে চান তাহলে মন থেকে নিজের ভালোলাগা ভালোবাসা থেকে কাজ করবেন। আপনি যে পণ্য নিয়ে কাজ করতে চান সেই পন্যে আগে পড়াশোনা করবেন পণ্য সম্পর্কে নিজে জানুন এবং অন্যকে জানানোর চেষ্টা করবেন
এরজন্য পড়াশোনা র বিকল্প নাই। আর এই আত্মবিশ্বাস রাখবেন এই কাজে আমি সফলতা অর্জন করব ই উদ্যোক্তা জীবনে সফল হতে মা বাবার দোয়া কিছু মানুষের অনুপ্রেরণায় সবচেয়ে বেশি ভূমিকা ছিল, যারা আমাকে নিজেদের অনুপ্রেরণা মনে করে ব্যবসায় টাই আমার রুটিরুজি তাই ব্যবসা নিয়ে আমার ভবিষ্যৎ ভাবনা পরিকল্পনা অনেক বড়।
আমার একটা পরিকল্পনা অনলাইন থেকে অফলাইনে আমার ব্যবসাটাকে নিতে চাই একটা শোরুম করতে চাই ভবিষ্যতে । উদ্যোক্তা জীবনের শুরু আমার এক বছর হতে চলল এই এক বছরে আমি প্রায়ই ৯০/১০০ টা কাস্টমার পেয়েছি, রিভিউ পেয়েছি ২০টার মতন। মোট বিক্রি প্রায় ১০০০০০ নামঃ Musafir Jasim উদ্যোগের নামঃ Musafir shop মোবাইল নাম্বারঃ 01886296868 ইমেইল এড্রেসঃ ju701434@gmail.com
ফেসবুক আইডি লিংকঃ
https://www.facebook.com/profile.php?id=100014151585047
পেইজের লিংকঃ
https://www.facebook.com/Musafir-shop-103353504933595
আওয়ার টাঙ্গাইল ডটকম
ফাউন্ডার হাসান সরকার ছালেহীন