আজকের টাংগাইলের মিষ্টি আপু

টাংগাইলে জন্ম, টাংগাইলেই বড় হওয়া বেড়ে ওঠা। বাবা সরকারী চাকুরিজীবী ছিলেন। বাবা মায়ের এক ছেলে এক মেয়ের মধ্যে আমিই ছোট। খুবই দূরন্ত ছিলাম ছোট বেলায়। টাংগাইলের নাম করা স্কুল বিন্দুবাসিনী ও কুমুদিনী কলেজ এ লেখাপড়া। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি সব বিষয়েই ভীষণ দক্ষতা ছিল আমার। এস. এস. সি র পর বাবার বাইপাস সার্জারি সব এলোমেলো করে দেয়। বাবার ভিতর ভয় ঢুকে যায় তার কিছু হলে আমার কি হবে! সেই থেকেই বিয়ের তোরজোর ! অবশেষে ২০০৭ এ এইচ. এস. সি. রেজাল্টের পরই বিয়ে। বর ও শ্বশুর বাড়ীর লোক অনেক বেশী সাপোর্টিভ ছিলেন। লেখাপড়ায় তাদের কোনো সমস্যা ছিল না। ন্যাশনাল ভার্সিটির আন্ডারে ভর্তি পরীক্ষা দিয়ে অর্জন করলাম ৩য় স্থান৷ ভর্তি হলাম পছন্দের বিষয় ইংরেজি সাহিত্যে । কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ! আমার বড় সন্তান আমার ছেলে হওয়ার পর আমার ফাইনালের সময় ছেলের নিউমোনিয়া! রেখে পরীক্ষা দিয়ে এসে দেখি মরনাপন্ন অবস্থা ! বাদ দিলাম পরীক্ষা ! আর হলো না আমার লেখাপড়া!!! সবই ভালই চলছিলো আলহামদুলিল্লাহ । কোনো অভাব অনটন নেই। আবারো শুরু করলাম প্রাইভেট এ ডিগ্রী কিন্তু এবার ২য় সন্তানের মা হতে যেয়ে আর হলো না! আবারো বাদ!!! এবার একবারেই বাদ। কিন্তু নিজের একটা পরিচয় যে আমার নেই! সব আছে আলহামদুলিল্লাহ ! কিন্তু নিজের বলার মতো একটা পরিচয় নেই! আমার বাবা – মা আমাকে নিয়ে গর্ব করে কিছু বলতে পারেন না! স্কুলে আমার চেয়েও খারাপ ছাত্রীরা কিছু না কিছু কেন বেশ ভাল পজিশনে জব করে! কিন্তু আমি!!! ২০১৮ সালের ১৩ই মে। নিজের একটা পরিচয় গড়তে আমার উদ্যোক্তা জীবন শুরু। টাংগাইলের মেয়ে টাংগাইলের তাঁত পণ্যকে ভীষণ ভালবাসি বলেই টাংগাইল তাঁত পণ্যকে বেছে নেওয়া । মেয়ের নামে নিজের উদ্যোগের নাম দেওয়া ” আরওয়া “। ১৩ই সেপ্টেম্বর ২০১৯ এ উই কে খুজে পাওয়া। ২০২০ এ ফেব্রুয়ারী থেকে সুপার এক্টিভ মানে একটা দিনের জন্যও হারাই নি। ৫৫ টার মধ্যে ৪৫ টা অনলাইন আড্ডা করেছি। শ্রদ্ধেয় Razib Ahmed স্যারের দেওয়া নামে উই এর সবাই আমাকে টাংগাইলের মিষ্টি আপু বলে চিনেন। নাসিমা আক্তার নিশা আপুর দেওয়া দায়িত্ব ডিসট্রিক্ট হেড টাংগাইল । এখন একজন মডারেটর ও বটে। উই তে ২০২০ মার্চের ৮ তারিখ থেকে ফেব্রুয়ারী ২৮ ২০২১ পর্যন্ত সেল ১০ লাখ ৫৫ হাজার ১৫০ টাকা। তাও সেলের জন্য মরিয়া না হয়ে। যখন কোনো নিউজে ছাপা হয় আমার নাম আর আব্বু খুব গর্ব করে বলেন ” আমার মেয়ের কথা নিউজে আসছে, দেখো তোমরা! ” কি যে শান্তি লাগে বলে বোঝাতে পারবো না। এখন টাংগাইল এর উদ্যোক্তা নিয়ে অনেক কাজ করা বাকি, ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাবো সবাইকে নিয়ে। টাংগাইলের নাম ই-কমার্সে সবার আগে আসবে ইনশাআল্লাহ। এতো গুলো কথা বলার কারণ, ” আমরা নারী, আমরাই পারি! ” সবাই নিজ নিজ জায়গায় নিজেদের সেরা প্রমাণিত করুন। নিজেদের পরিবারের জন্য গর্বের কারণ হন। আপনার পরিচয় আপনার নিজের কাজ দিয়েই তৈরী করতে হবে। আপনার জন্য কেউ জায়গা তৈরী করে দিবে না, নিজের যোগ্যতায় তৈরী করতে হবে। নহরে জান্নাত মিষ্টি ডিসট্রিক্ট হেড টাংগাইল স্বত্বাধিকারী : Arwaa – আরওয়া

ফেইসবুক আইডি

https://www.facebook.com/naharay.misty

ফেইসবুক পেইজ

https://www.facebook.com/arwaacollection

কালিহাতি উপজেলাঃ

কালিহাতি উপজেলাঃবাংলাদেশের টাংগাইল জেলার একটি প্রশাসনিক এলাকা।যেটি টাংগাইল সদর থেকে খুব কাছেই অবস্থিত। এই উপজেলা পোড়াবাড়ির চমচম ও তাতের শাড়ির জন্য বিখ্যাত।অবস্থানঃ৩০১.২২ বর্গ কিঃমিঃ আয়তন বিশিষ্ট কালিহাতি উপজেলা টাংগাইল জেলা সদর থেকে ২২কিঃমিঃ উত্তর-পূর্বে এবং বাংলাদেশের রাজধানি ঢাকা থেকে ১০২ কিঃ মিঃ উত্তর-পশ্চিমে অবস্থিত। কালিহাতি উপজেলার উত্তরে ভুঞাপুর ও ঘাটাইল উপজেলা,দক্ষিনে টাংগাইল সদর ও বাসাইল উপজেলা,পূর্বে সখীপুর উপজেলা ও পশ্চিমে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলা।

দুইটি পৌরসভাঃ কালিহাতি পৌরসভা ও এলেঙ্গা পৌরসভা।

কালিহাতি উপজেলার ১৩ টি ইউনিয়ন

১)কোকডহরা২)গোহালিয়াবাড়ী৩)দশকিয়া৪)দূর্গাপুর৫)নাগবাড়ি৬)নারান্দিয়া৭)পাইকড়া৮)পারখি৯)বল্লা১০)বাংড়া১১)বিরবাসীন্দা১২)সল্লা১৩)সহদেবপুর

শিক্ষাপ্রতিষ্ঠানঃ

কালিহাতির শিক্ষার হার ৩৭.৬%।এই উপজেলায় ৮ টি কলেজ,৫২ টি মাধ্যমিক বিদ্যালয়, ৩ টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৭০টি প্রাথমিক বিদ্যালয় এবং ১৯ টি মাদ্রাসা রয়েছে।কালিহাতি উপজেলায় কোন বিশ্ববিদ্যালয় ও নেই।বিখ্যাত ব্যাক্তিঃ★মির্জা মাজহারুল ইসলাম (ভাষা সৈনিক)★কানাইনাল।নিয়োগী (ভাষা শহীদ)★বিচারপতি আবু সাঈদ চৌধুরী★বঙ্গবির আব্দুল কাদের সিদ্দিকি★ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুল হাসান।★বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য ★শাজাহান সিরাজ( সাবেক মন্ত্রি)★আব্দুল লতিফ সিদ্দিকি।★শহীদ শফি সিদ্দিকি★নায়ক মান্না সহ প্রমুখ।

দর্শনীয় স্থানঃ★যমুনা বহুমুখি সেতু★যমুনা রিসোর্ট★এলেঙ্গা রিসোর্ট ★বঙ্গবন্ধু সেনানিবাস★পুরোনো জমিদার বাড়ি★কালিহাতি পার্ক।

নদনদীঃ

🎯যমুনা🎯বংশাই🎯সাপাই🎯ঝিনাই🎯ফটিকজানি🎯লাঙ্গুলিয়া

হাসান সরকার ছালেহীন❤️

আউয়ার টাংগাইল ডট কম।